মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতি হওয়া স্বর্ণালংকার সহ ২ জন ডাকাতকে আটক করেছে। আটক ডাকাতরা হলেন, মেহেরপুর শহরের মাঠপাড়ার সাবেক মেম্বর মোসলেম আলীর ছেলে মুসাইন (৩৫) ও হামিদুল ইসলামের ছেলে আরশাদুল ইসলাম (২২)। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হানের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার ভোর রাতে মাঠপাড়াতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১ জোড়া কানের দুল,১ টি চেইন ও ১ টি আংটি উদ্ধার করা হয়। লেঃ সাজ্জাদ রায়হান জানান,বিগত ২৬ মে রাতে মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের মজিদুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসময় তাদের বাড়ি থেকে ডাকাতরা স্বর্ণালংকার সহ নগদ টাকা ও অন্যান্য মামলামাল লূট করে নিয়ে যায়। এ ডাকাতির সূত্র ধরে র্যাব তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাবের কাছে আটক ডাকাতরা জানিয়েছেন,তাদের সাথে অপর ২জন সহযোগী একই পাড়ার শহিদের ছেলে কামরুল ইসলাম (২৬) ও কামরুলের ছেলে মিজান (২৮) পলাতক রয়েছেন।