জাতীয় ও আন্তর্জাতিক

গাংনীতে ৩৫০ বোতল ফেনসিডিল ও মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

July 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাইঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কাছাড়ী এলাকা থেকে ৩৫০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশী মদসহ আমাতুন নেছা (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা ।আটক আমাতুন নেছা কাজীপুর গ্রামের কাছাড়ী এলাকার মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের স্ত্রী। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এসএসপি গোলাম রাব্বানী শেখের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য গাংনীর কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও মদ সহ ওই নারীকে আটক করেন।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এসএসপি গোলাম রাব্বানীর শেখ জানান, গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় আব্দুর রশিদের শয়ন কক্ষ থেকে ও গরুর ঘর থেকে ৩৫০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এদিকে স্ত্রী আমাতুন নেছা আটক হলেও স্বামী আব্দুর রশিদ পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব কমান্ডার। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।