বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 05, 2018

মেহেরপুর নিউজ, ০৪ মার্চ: মেহেরপুরের গাংনীতে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম বিজ্ঞান অলিমপিয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় যাদু ঘর ও গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ২ দিন ব্যাপি এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।এসময় গাংনী সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, কৃষি অফিসার কেএম সাহাবুদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, গংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এছাড়া সরকারী অফিসার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ও ছাত্র ছাত্রীবৃন্দ মেলায় অংশ নিয়েছেন। আগামী ৬ ফেব্রুয়ারী বিকাল পাঁচ টার সময় সমাপনি ও পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মকবুল হোসেন।