আইন-আদালত

গাংনীতে ৩ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

By মেহেরপুর নিউজ

July 21, 2015

মেহেরপুর নিউজ,২১ জুলাই: বাল্য বিবাহ ও জুয়া খেলার অপরাধে কনের পিতাসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নিবাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন কারাদন্ডের রায় প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন,করমদি গ্রামের ডা.ইকাব আলীর ছেলে মুজিবর রহমান,দেবীপুর গ্রামের ইন্তাজুলের ছেলে সুজন এবং রঞ্জিত আলীর ছেলে সেলিম। এর মধ্যে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ সালের (সংশোধনী ১৯৮৪) সালের ৬ ধারা অনুযায়ী মুজিবর রহমানকে ১৫ দিনের এবং প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ধারা ৪ মোতাবেক দেবীপুর গ্রামের সুজন ও সেলিমকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পুলিশ জানায়, করমদি গ্রামের মুজিবর রহমান তার মেয়ে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চায়না খাতুনের সাথে তেরাইল গ্রামের মোমিন নামের এক ব্যক্তির বিয়ের আয়োজন করে। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের টিম ঘটনাস্থলে পৌছে কনের পিতাকে কারাদন্ড প্রদান করে। অপরদিকে সোমবার সন্দ্ধ্যায় জুয়া খেলার সময় পুলিশের হাতে আটক হয় দেবীপুর গ্রামের ইন্তাজুলের ছেলে সুজন এবং রঞ্জিত আলীর ছেলে সেলিম। পুলিশ তাদেরকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিলে ভ্রাম্যমান আদালত প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।