মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: র্যাপিড এ্যাকমন ব্যাটালিয়ন (র্যাব-৬) অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ টি শক্তিশালি ককটেল বোমা ও একটি এলজি সার্টারগান উদ্ধার করেছে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদা রায়হানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে র্যাব সদস্যরা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে বোমা ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন। র্যাব কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান জানান, একটি সংবদ্ধ ডাকাতদল ডাকাতীর প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে র্যাব সদস্যরা ওই আমবাগানে অভিযান চালান। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। ককটেল বোমা গুলো লালটেপ মোড়ানো অবস্থায় রয়েছে বলে তিনি জানান।