ব্যবসা ও বানিজ্য

গাংনীতে ৩ ব্যবসায়ীর ১০ দিনের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

July 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে সরকারী নিয়ম নীতি ভঙ্গ করে অবৈধভাবে হাট বসানোর দায়ে ৩ ব্যবসায়িকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলো: করমদি গ্রামের নাজির হোসেনের ছেলে ফজলু (৪৫), দেবীপুর গ্রামের নওশেদ আলীর ছেলে মোজাম্মেল (৫০) ও একই গ্রামের রইছ উদ্দিনের রছেলে ইমদাদুল (৪৫)।

আজ বুধবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ কারাদন্ড দেন। গাংনী উপজেলা নির্বাহি অফিসার আব্দুস সালাম জানান, প্রতি বৃহস্পতিবার গাংনীর করমদি বাজারে সাপ্তাহিক হাট বসানোর কথা থাকলেও ব্যবসায়িরা সরকারী নিয়ম ভঙ্গ করে সপ্তাহের ৩ দিন হাট বাসান। এ ব্যাপারে নোটিশ দেয়া স্বত্বেও ব্যবসায়িরা হাট বসানোর কারণে ৩ ব্যবসায়ির প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।