আইন-আদালত

গাংনীতে ৩ মাদক সেবীর ৬ মাস করে কারাদন্ড

By মেহেরপুর নিউজ

May 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ মে: মাদক সেবন করার অপরাধে মেহেরপুরের গাংনীতে ৩ মাদক সেবীর ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ১২ টার দিকে চৌগাছা এতিম খানা এলাকায় ভ্রাম্যমান আদালাত বসিয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন,বাঁশবাড়িয়া গ্রামের হারান মন্ডলের ছেলে আজিজুল হক, গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আসাদুল ইসলাম ওরফে আশ ও শিশিরপাড়া গ্রামের তকবির আলীর ছেলে পলাশ।

ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, আসামীরা তাদের অপরাধ স্বীকার করায় ১৯৯০ সালে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ডপ্রদান করেন। এর আগে গাংনী থানার এসআই শংকর কুমার,এএসআই আমিনুল ইসলাম,এএসআই আরিফ ১১ গ্রাম গাঁজা সহ পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,আসাদুল ইসলাম ওরফে আশা,পলাশ ও আজিজুল হক এলাকার চিহিৃত মাদক সেবী। তাদের মেহেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।