কৃষি সমাচার

গাংনীতে ৭ দিন ব্যাপি বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট:

“দেশী ফলের অনেক গুন, নেইকো জুড়ি তার,স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার” এ শ্লোগানকে সামনে নিয়ে গাংনীতে ৭ দিন ব্যাপি বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচির  উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার সময় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মকবুল হোসেন । উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এমপি মকবুল হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা সার এসেসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্, সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, তেতুঁলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ষোলটাকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ূব আলী, সাবেক চেয়ারম্যান খোদাদাদ হোসেন খেদু। এছাড়া বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গনি, জেলা যুবলীগের সহসভাপতি আল ফারুক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু,  নার্সারী মালিক বিল্লাল হোসেন, সৈনিক লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ। পরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মকবুল হোসেন। এসময় রাজনীতিক,  সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বৃক্ষ মেলার কাছে গিয়ে শেষ হয়।