টপ নিউজ

গাংনীর করমদী মাধ্যমিক বিদালয়ে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের আন্দোলন

By মেহেরপুর নিউজ

June 23, 2019

গাংনী অফিস, ২৩ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আলম হুসাইনের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট দ্বিতীয় দিনের মত অব্যাহত রেখেছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে তারা প্রধান শিক্ষক আলম হুসাইনের বিরুদ্ধে মিছিল সহকারে তারা তাদের দাবি তুলে ধরে।শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে প্রধান শিক্ষক আলম হুসাইনের বহিষ্কার করা, বিভিন্ন খাতে ফিসের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।

শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষক আলম হুসাইন বিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রতিটি ক্ষেত্রে অনীয়ম দূর্নীতিতে ভরে গেছে। তাছাড়া গরীব অভিভাবকরা যদি মাসিক বেতন দিতে কয়েকদিন দেরি করেন তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা জরিমানা হিসেবে আদায় করেন। এধরনের বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষার্থীরা গতকাল শনিবার প্রথম দিনই প্রধান শিক্ষকের বহিস্কারের দাবিতে পরীক্ষা বর্জন করে। ঐদিন সুষ্ঠ সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনও তারা পরীক্ষা বর্জনের ডাক দেয়।

খবর পেয়ে গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা পরীক্ষায় অংশ গ্রহন করে। তবে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে জানায়, প্রধান দাবি প্রধান শিক্ষক আলম হুসাইনকে বহিষ্কার করতে হবে এবং অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে সাথে সাথে অতিরিক্ত ফি’র টাকা ফেরত দিতে হবে। অন্যথায় তারা আবারও কঠোর আন্দোলন কর্মসূচী হাতে নেবে। এদিকে তাদের দাবির সাথে অভিভাবকরাও একমত পোষণ করেন।

এ সময় জেলা পরিষদ সদস্য মহাম্মদ আলি, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান রেজাউল হক মাষ্টার সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের শান্ত করেন।