বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কসবা গ্রামে অগ্নিকান্ড

By Meherpur News

May 11, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যায় কসবা গ্রামের পুলপাড়ার মােহন আলীর ছেলে আজিজুল হকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,সন্ধ্যায় আজিজুলের বসতঘরে আগুন লেগে আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। প্রথমে চূলার আগুন খড়ির গাঁদায় লাগে। ওই আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।