আইন-আদালত

গাংনীর কাজিপুর থেকে ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

May 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ মে:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে ৯পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাজিপুর এলাকা থেকে পিরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন,সাহেবনগর গ্রামের আফসার আলীর ছেলে কুদ্দুস আলী ও একই গ্রামের মফেজ মন্ডলের ছেলে আইযুব আলী।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর ডিগ্রি কলেজপাড়া থেকে কুদ্দুস আলীকে ৫পিস এবং গোলাম বাজার থেকে আইয়ুব আলীকে ৪পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।