বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজিপুর মাথাভাঙ্গা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 12, 2015

মেহেরপুর নিউজ,১২ আগষ্ট:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মাথাভাঙ্গা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ তুসার (২৩) এর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার বিকাল দুপুর আড়াইটার দিকে কাজিপুর ব্রীজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

তুসারের চাচা হাজী ইন্তাদুল হক জানান,স্থানীয় লোকজন তুসারের লাশ কাজিপুর ব্রীজ সংলগ্ন নদী এলাকায় লাশ ভাষতে দেখে উদ্ধার করে। এদিকে খুলনা থেকে একটি ডুবুরী দল ও মেহেরপুর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। তুসারের লাশ না পাওয়ায় উদবধার তৎপরতা সমাপ্ত ঘোষনা করে তারা।