বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুরে বৃষ্টির জন্য নামাজের মাধ্যমে প্রার্থনা

By মেহেরপুর নিউজ

June 06, 2023

 সাহাজুল সাজু :

প্রচন্ড রােদ ও তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কষ্টে পড়েছে সকল প্রাণীকূল। এ কারণে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামবাসি বৃষ্টির জন্য নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছে।

মঙ্গলবার সকালে কাজীপুর এলাকার মুসল্লিরা নামাজ আদায় করে প্রার্থনা করেন। কাজীপুর ডামোশ বিলে কয়েক হাজার মুসল্লি জমায়েত হয়। সেখানে বৃষ্টির জন্য বয়ান শেষে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কাজীপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রশিদ আকতার।