বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী’র কাজীপুরে ৮০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রাম থেকে ৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ বজলুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা কাজীপুর গ্রামে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা গ্রামের হাজীপাড়ার জিরাফত আলীর বাড়ির পাশ থেকে ৮০ বোতল ফেন্সিডিল সহ কাজীপুর গ্রামের সুরাত মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী বজলুর রহমানকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।