রাজনীতি

গাংনীর কাথুলি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার বিকালে রামকৃষ্ণপুর ধলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কাথুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কাবুল হোসেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের, মাসুমুল হক মিন্টু, সাংগাঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও মেহেরপুর পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন। গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জশিউর রহমান বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হিলন, গাংনী উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান কামাল, তেতুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেচুর রহমান, সাহারবাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মনজুরুল হক মিন্টু, কাথুলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হাবিবুর রহমান শামীম,  গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, নবীর উদ্দীন মে¤^র, প্রভাষক নাসির উদ্দীন, শফিকুল ইসলাম শফি, সমসের আলী মোল্লা প্রমুখ। সম্মেলন শেষে কামরুল ইসলামকে সভাপতি ও সুজন আহম্মেদ সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কাথুলি ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে।