মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ অক্টোবর: মেহেরপুরে সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলার বিজিবি’র কাথুলী ক্যাম্প প্রাঙ্গনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মিরপুর সেক্টর’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র মিরপুর সেক্টর কমান্ডার কর্ণেল জাভেদ সুলতান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন । মতবিনিময় সভায় কাথুলী ইউনিয়ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে মুক্ত আলোচনায় অংশ নেন।