অন্যান্য

গাংনীর কুমারীডাঙ্গা থেকে অস্ত্র উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ মার্চ: মেহেরপুরের  গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের একটি কাঠাল বাগান  থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ১ টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারীডাঙ্গা ক্যাম্প’র সদস্যরা পাইপগান টি উদ্ধার করে। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সাহাবুল জানান,ভোলাডাঙ্গা গ্রামের মেছের উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের কাঠাল বাগান থেকে দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়।