গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর ও পাকুড়িয়া গ্রামের মধ্যরবর্তি সড়কে পথচারীদের গতিরােধ করে টাকা ছি*নতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছি*নতাইকারীরা পরপর ২টি ক*কটেল বিস্ফাে*রণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটে ঘটে।
স্থানীয়রা জানান,রাতে ব্যবসা শেষে এক বেকারি ব্যবসায়ীসহ কয়েকজন বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে খড়মপুর-পাকুড়িয়া গ্রামের মধ্যেবর্তি সড়কে ৪-৫জনের একদল ছি*নতাইকারি অ*স্ত্রের মুখে পথচারীদের গতিরোধ করে। এসময় পথচারীদের কাছ থেকে নগদ টাকা ছি*নিয়ে নেয়। এবং বাইসাইকেল আরােহীকে গাছের সাথে বেঁধে রাখে ছি*নতাইকারীরা। এসময় ছি*নতাইকারীদের অবস্থান বুঝতে পেরে এক মােটরসাইকেল আরােহী দ্রুতগতিতে পালিয়ে যায়। ওই মােটরসাইকেল আরােহীকে ধ*রতে ছি*নতাইকারীরা ২টি ক*কটেল বি*স্ফােরণ ঘটায়। সেই সাথে ঘটনাস্থল ত্যাগ করে।
ক*কটেল বি*স্ফােরণের শব্দ শুনে এলাকাবাসি ঘটনাস্থলে পৌঁছানাের আগেই ছি*নতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে।