সাহাজুল সাজু : বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের মেহেরপুরের গাংনী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলার গাঁড়াডােব ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গাংনী দােয়েল ক্লাবের অন্যতম সদস্য আলী আজগরের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে গাঁড়াডােব ঈদগাহ ময়দানে জানাজা শেষে ওই গ্রামের গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়। জানাজার পূর্বে আলী আজগরকে স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুল, অ্যাডভােকেট শফিকুল আলম, ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
জানা যায়, রবিবার ভােরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আজগর মারা যান। এর আগে শুক্রবার তিনি নিজ বাড়ি গাঁড়াডােব গ্রামে অসুস্থ্য হলে,প্রথমে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। আলী আজগর গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়ার মৃত আওলাদ হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়,স্ট্রােকজনিত কারণে আলী আজগর মারা গেছেন।