বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর গাড়াডোবে শিক্ষার্থীদের বাল্য বিবাহ বিরোধী শপথ

By মেহেরপুর নিউজ

November 18, 2017

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধে লাল কার্ড বিতরণ, বিদ্যালয়ের সসতা স্টোর ও ক্রিমিনাশক ঔষধ খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃঞ্চপদ পাল, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষার্থী প্রিয়াংকা খাতুন, তাসলিমা খাতুন, মোসারোফ হোসেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদেও বাল্য বিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।