বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর চিৎলা গ্রামে ছাগল চুরি করতে গিয়ে দামুড়হুদার ২ যুবক আটক

By মেহেরপুর নিউজ

August 05, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা গ্রামে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ২জন যুবক আটক হয়েছে। আটককৃতরা হলেন-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের লুৎফর রহমানের ছেলে ফজলে হােসেন ও একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের তেতুল মন্ডলের ছেলে লিটন হােসেন। শনিবার দুপুরে পাকুড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের গাংনী থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, গাংনীর ধানখােলা ইউনিয়নের চিৎলা গ্রামের আশরাফুল ইসলামের একটি খাসি ছাগল চুরি করে অটো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল ৫জন যুবক। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ধাওয়া করে। চোরেরদল পাকুড়িয়া গ্রামে পৌঁছালে ২জনকে আটক করে গণধােলাই শেষে পুলিশের কাছে সাের্পদ করে। স্থানীয়রা জানান,চাের চক্রের ৫জন সদস্য এক সাথে ছিল। ৩জন পালিয়ে গেলেও এ ২জনকে আটক করা সম্ভব হয়। গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুৃমার নন্দী জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।