অন্যান্য

গাংনীর চেংগাড়ায় দু গ্রুপের সংঘর্ষ।। আহত ১৫

By মেহেরপুর নিউজ

July 31, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চেংগাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফতাইপুর গ্রামের আওয়ামীলীগ নেতা তাহাজ উদ্দীন জানান,চেংগাড়া পূর্ব পাড়ার মিন্টু সহ শতাধিক লোক তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আওয়ামীলীগ নেতা আব্দুল বারী,মাসুদ রানা,আলী হোসেন,কুদ্দুস আলী,আনারুল ইসলাম ও আব্দুল গনী আহত হয়। চেংগাড়া পূর্ব পাড়ার সাবেক ছাত্রলীগ নেতা কামাল আহমেদ জানান,ঈদের নামাজ শেষে পাওনা ৪শ টাকা চাওয়া কে কেন্দ্র করে ফতাইপুর গ্রামের তাহাজ আলীর ছেলে রাজা চেংগাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল কে পিটিয়ে আহত করে। পরে এ ঘটনায় চেংগাড়া পূর্ব পাড়ার লোকজন রাজার পিতা তাহাজ আলী কে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের মধ্যেস্থায় উভয় পক্ষ ঘটনা টি মিমাংশা করে। এ ঘটনার পর থেকে তাহাজের গ্রুপের লোকজন চেংগাড়া পূর্ব পাড়ার লোকজন কে বাজারে না আসার জন্য হুমকি দিয়ে আসছিল বলে গ্রামবাসি আভিযোগ করেন। সাবেক ছাত্রলীগ নেতা কামাল আহমেদ সহ স্থানীয়রা আরো জানান,বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চেংগাড়া পূর্ব পাড়ার সুন্নত আলীর ছেলে ইয়ামিন আলী কে চেংগাড়া বাজারে আটকিয়ে রেখে লাঞ্চিত করে তাহাজগ্রুপের লোকজন। আটক রাখার ঘটনা টি ছড়িয়ে পড়লে চেংগাড়া পূর্বপাড়া ও তাহাজ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাহাজ গ্র“পের হামলায় চেংগাড়া পূর্ব পাড়ার গোলাম হোসেন,র“হুল আমিন,মিন্টু,এনামুল হক,ও জন্টু আহত হয় বলে তিনি অভিযোগ করেন। আহত আব্দুল গনী জানান,চেংগাড়া পূর্ব পাড়ার শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এটি কোন রাজনৈতিক ঘটনা নয়। গাংনী হাসপাতাল সূত্র জানায়, ফতাইপুর গ্রামের আব্দুল বারী,মাসুদ রানা,আলী হোসেন,কুদ্দুস আলীর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই মনিরুজ্জামান জানান,ঘটনার পরপরই পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষ আর সংঘর্ষে জড়িয়ে পড়তে না পারে এজন্য চেংগাড়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংঘর্ষের পর থেকে গ্রাম টিতে উত্তেজনা বিরাজ করছে।