বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ছাতিয়ান গ্রামে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

July 29, 2023

গাংনী প্রতিনিধি ঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী রতন আলীর উপর হামলাকারীদরে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলের দিকে ছাতিয়ান বাজার বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৯ জুলাই সকাল ৯ টার দিকে ফার্ণিচার ব্যবসায়ী রতন আলী বাড়ি থেকে বামন্দী বাজারে যাচ্ছেলেন। এ সময় ছাতিয়ান হাওড়াপাড়া নামক স্থানে পৌঁছালে, কয়েকজন ব্যক্তি রতন আলীর মোটরসাাইকেল থেকে নামিয়ে নিয়ে রড,হাতুড়ী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় রতনের ২ পা ও হাত ভেঙ্গে যায়। সেই সাথে তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারী। রতন এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রতনের চাচা হামদিুল ইসলাম বাদী হয়ে ওই দিনই ৫জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০।