গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের (খ) শাখার জুগিন্দা গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে জুগিন্দা বাজার এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জুগিন্দা ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা।
বৈঠকের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,ধানখােলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমীন। এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা শ্রমিক লীগের সাবেক সাথারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তার,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ,কৃষকলীগ নেতা শুকুর আলী প্রমুখ।