শিক্ষা ও সংস্কৃতি

গাংনীর জ্যেতি মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা-৫ জন আহত

By মেহেরপুর নিউজ

March 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম ০৪ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণাধীন বিল্ডিং এর শ্রমিকদের মারধর ও বোমা ফাটিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৩ টির দিকে ১০/১২ জন স্বশস্ত্র সন্ত্রাসী ওই বিদ্যালয়ের নির্মাণাধীন শ্রমিকদের উপর অর্তকিত হামলা চালিয়ে ৫ জনকে গুরতর আহত করে। আহতরা হলেন, স্কুলের নৈশ প্রহরি জোড়পুকুরীয়া গ্রামের ফকির মোহাম্মদ (৬৫), প্রধান মিস্ত্রি কুষ্টিয়ার হরিপুর এলাকার কালন (৩৮), মিস্ত্রির যোগলী সরোয়ার হোসেন ((৩৫), মতিয়ার রহমান (৩৮), নগরশান্তাহার এলাকার রুহুল আমীন (২৫) ও আমিরুল ইসলাম (৪৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধান মিস্ত্রি কালন জানান, রাত ৩ টার দিকে হঠাৎ করে ১০/১২ জন স্বশস্ত্র সন্ত্রাসী ঘুমন্ত অবস্থায় আমাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা শ্রমিকদের লাঠি শোঠা ও লোহার রড দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে বিদ্যালয়ের মাঠে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এর আগেও সন্ত্রাসীরা বিদ্যালয় মাঠে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। নির্মাণ শ্রমিকরা জানান ঠিকাদারের কাছে চাঁদা দাবী করে না পেয়ে আমাদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গাংনী থানার ওসি মাছুদুল আলম হামলার সত্যতা নিশ্চিত করেছেন।