বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 12, 2015

মেহেরপুর নি্উজ,১২ ডিসেম্বর: প্রতিটি শিশুর জীবন হোক নিরাপদ ও উন্নত । বাল্যবিবাহ রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্তরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল,ইভ টিজিং সম্পর্কে সচেতন করেন,তাহলে সমাস্যাগুলো অনেকটা রোধকরা যাবে।‘তাই চলবেনা কোনো খোঁড়া যুক্তি,বাল্যবিবাহ থেকে আমাদের পেতে হবে মুক্তি’।

উপজোলা নির্বহী অফিসার আবুল আমিন বলেন,বিয়ের ৬মাস পরেও বাল্যবিবাহের তথ্য প্রমাণ পেলে সাজার ব্যবস্থা নেওয়া হবে, তিনি আরও বলেন , বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে ।

ইউ,পি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস বলেন, আমার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নকে অচিরেই বাল্যবিবাহ মুক্ত করা হবে এ ইউনিয়নে আর কোনো বাল্যবিবাহ হতে দেওয়া হবেনা। এ সময় তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলি, তেঁতুলবাড়িয়া বি.জি.বি. ক্যাম্প কমান্ডার আশরাফুল ইসলাম , করমদী – কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজানুল হক, তেঁতুলবাড়িয়া ইউপি কাজি রমজান আলি, ইউপি সদস্য শরিফুল ইসলাম লাটু, ইউপি সদস্য আমানুল হক, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহিদ হোসে সহ শিক্ষক, ইমাম,ঘটক,কাজি, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন । এ সময় তাঁরা সবাই মিলে হাত উঠিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলেন ।