করোনাভাইরাস

গাংনীর তেরাইল গ্রামে বাড়ির আঙ্গিনায় নিরাপদ সবজি ও ফলের চাষ।। করোনা প্রতিরোধে শরীরের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক

By Enayet Akram

May 30, 2020

গোলাম মোস্তফা: বসতবাড়ির আনাচে কানাচে পতিত জমির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামে শুরু হয়েছে বাড়ির আঙ্গিনায় নিরাপদ সবজি ও ফলের চাষ। গ্রামের মহিলা কৃষি পাঠাগারের ১৮০ জন সদস্যকে নিয়ে গড়ে ওঠা কার্যক্রম এখন অনুকরণীয় হয়ে উঠছে জেলার অন্য গ্রামগুলোতেও।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কৃষি সমৃদ্ধ গ্রাম তেরাইল। দেশের প্রতি ইঞ্চি মাটি আবাদের আওতায় আনতে হবে প্রধানমন্ত্রীর এমন ঘোষনায় উদ্বুদ্ধ হয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেন তেরাইল গ্রামের এ ব্লকের ১৮০ জন নারীকে নিয়ে গড়ে তোলেন মহিলা কৃষি পাঠাগার। বর্তমানে এই নারীরা গ্রামের প্রতিটি বাড়ির প্রায় ৬০ হেক্টর পতিত জমির আঙ্গিনায় উৎপাদন করছে বিষমুক্ত রঙ্গিন শাক-সবজি লাউ, করলা, শসা, মিষ্টি কুমড়া, পুঁইশাক, কলমি শাক, লালশাক, কাটুয়া ডাটা সহ বিভিন্ন টক জাতীয় ফল জাবাটিকাব, পেঁপে, সজিনা, বেদেনা, টক জাতীয় ফল লেবু (কলম), বাতাবি লেবু (বারো মাসি), জলপাই, আমলকি চাষ হচ্ছে। এছাড়াও এ সকল সবজি উৎপাদনে ট্রাইকো কম্পোষ্ট, এ·ক্লুসিভ সুপার কম্পোষ্ট, ভার্মি কম্পোষ্ট, জৈব নাইট্রোজেন, জৈব বালাইনাশক তৈরী ও ব্যবহার করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গৃহিনী পিংকি খাতুন জানান, প্রতিনিয়তো মহিলা কৃষি ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বাড়ির আঙ্গিনায় সবজিসহ বিভিন্ন ফলের আবাদ করছি। এতে নিজের চাহিদা মিটে বাইরেও বিক্রি করে কিছু আয় হচ্ছে।

উদ্যোক্তা গাংনী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেন জানান, বাড়ির আঙ্গিনায় উৎপাদিত নিরাপদ সবজি ও ফল করোনা প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির করবে।

বাড়ির আঙ্গিনায় সবজি ও ফল চাষে নারীদের এমন সফলতাকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন মেহেরপুর-২ আসনের (গাংনী) সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন। তিনি মনে করেন এমন উদ্যোগ যদি জেলার প্রতিটি গ্রামে নেওয়া যায় তবে পুরুষদের পাশাপাশি নারীরাও কৃষিতে অগ্রনী ভুমিকা পালন করবে।