শিক্ষা ও সংস্কৃতি

গাংনীর দুর্লভপুর রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয় ।। নেই আর নেই এর মধ্যেও চলছে পাঠ দান !

By মেহেরপুর নিউজ

May 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: ভবন নেই, নেই বসার তেমন ব্যবস্থা নেই, টয়লেট ও টিউবওয়েলতো কল্পনাই করাই যায় না। কোমলমতি শিশুদের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ নেই। নেই বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। এতগুলো নেই শব্দের মধ্যেও বেশ চলছে মেহেরপুর গাংনী উপজেলার দুর্লভপুর রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিয়ে দুলর্ভপুর গ্রাম। গ্রামের এক কোনে ক্ষেতের পার্শ্বে চাটাই ঘেরা টিনের ছাউনি দেওয়া বিদ্যালয়টি। গ্রামের কাঁচা রাস্তা থেকে এক পাশে ক্ষেত অন্য পাশে পুকুর। পুকুর পাড় দিয়ে পায়ে হেঁটে বিদ্যালয় আঙ্গিনা। বিদ্যালয় আঙ্গিনার এক প্রান্তে একটি ছোট পাকড় গাছে ব্ল্যাকবোর্ড বেঁধে শিশু শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন শিক্ষিকা আফরোজা খাতুন। প্রথম শ্রেণীর প্রায় ১০/১২ জন কোমলমতি শিশু বই নিয়ে ঘাসের উপরে বসেই শিক্ষিকার নির্দেশনা শুনছে। আফরোজা খাতুন জানালেন, প্রখর রোদে টিনের ছাউনির নিচে কিভাবে শিশুরা পড়বে। তাছাড়া শ্রেণী কক্ষের সংকট তো আছেই। বাতাসে শিশুরা স্বস্তি পায়। ছাত্রছাত্রীর সংখ্যা বেশি থাকায় বাধ্য হয়েই তারা গাছের ছায়ায় পাঠদান করছেন। অপর শিক্ষিকা শেফালী খাতুন জানালেন, গ্রামে প্রবেশের রাস্তাও ভাল না।  বিদ্যালয়ে প্রবেশেরও কোন রাস্তা নেই। শিক্ষকদের বসার জন্যও কোন কক্ষ নেই। নারী শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিকুল পরিবেশ মোকাবেলা করেই আমরা পাঠদান করাচ্ছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রয়েল হোসেন ও তানকিয়া জানায়, ঝড়ে বিদ্যালয়ের বেড়া ভেঙ্গে নিয়ে যায়। আবার পানি খেতে চাইলে কিংবা টয়লেট ব্যবহার করতে হলে বাড়িতে যাওয়া লাগে। গরমে বসা যায় না। মেঘ দেখলেই বই খাতা নিয়ে বাড়িতে পালিয়ে আসতে হয়। এমন পরিবেশে কিভাবে লেখাপড়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানালেন, ওই গ্রামের পার্শ্ববর্তী বেশ দুরেই অন্যান্য বিদ্যালয়। তাই পিছিয়ে পড়া গ্রামের শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয়টি স্থাপন করা হলেও ভবনসহ নানা সমস্যায় জর্জরিত। চাটায়ের বেড়া ও উপরে টিন দিয়ে কোন রকম তিনটি কক্ষ বানানো হয়েছে। এতে ছাত্রছাত্রীদের বসার জায়গা হয় না। বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি আবু বক্কর ও অভিভাবক ফজলুল হক জানালেন, শিক্ষক ও গ্রামবাসীর সহায়তায় এইটুকু দাঁড় করানো হয়েছে। এ বিদ্যালয়টি না থাকলে গ্রামের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। বর্ষার সময় বিদ্যালয় আঙ্গিনা আর মাঠের ক্ষেত একাকার হয়ে যায়। শিশুদের চলাফেরার পথ থাকে না। তাছাড়া টয়লেট ও টিউবওয়েল না থাকায় চরম প্রতিকুল পরিবেশে চলছে এখানকার পাঠদান। সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করলেন তারা। তবে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানালেন, বিষয়টি শিক্ষা অফিসের নজরে আছে। ভবন ও অন্যান্য সমস্যা সমাধানে তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। বিদ্যালয়টির সমস্যা সমাধানে শুধু সরকারই নয়, সকলের সহযোগিতা চাইলেন তিনি।