বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর দেবীপুর গ্রামের নিখােঁজ ৩ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার

By মেহেরপুর নিউজ

May 31, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের নিখােঁজ হওয়া ৩জন মাদ্রাসা ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ঢাকায় নিয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

উদ্ধারকৃত ৩জন ছাত্রী স্থানীয় বামন্দী দাখিল মাদ্রাসার ছাত্রী। গত রবিবারে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খােঁজ-খবর করে হদিস পায়নি। এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি ডায়েরী করেছিল। সে থেকে গাংনী থানা পুলিশের একাধিকদল নিখােঁজ ৩জন ছাত্রীকে খুঁজতে মাঠে নামে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে ৩ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানাে হবে বলে জানায় গাংনী থানা সূত্র।