বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর দেবীপুর গ্রামের ৩ মাদ্রাসা ছাত্রী নিখােঁজ !

By মেহেরপুর নিউজ

May 29, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের ৩জন মাদ্রাসা ছাত্রী নিখােঁজ হয়েছে। প্রেমের কারণে তারা বাড়ি ছাড়া হয়েছে, নাকি কােন অপহরণ চক্রের খপ্পরে পড়েছে এ নিয়ে নানা গুঞ্জন চলছে এলাকায়। নিখােঁজ ওই ৩জন স্থানীয় বামন্দী শহরের একটি মাদ্রাসার ছাত্রী।

গত রবিবারে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তাদের সন্ধান পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খােঁজ-খবর করে হদিস পায়নি। এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পকে অবগত করেছে। নিখােঁজ হওয়া ছাত্রীদের মধ্যে এক জন অষ্টম শ্রেণীর ছাত্রী ও অপর ২জন সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়,গত রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার নাম করে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও তারা বাড়ি ফিরেনি। ফলে অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান মেলেনি। পরে বামন্দী পুলিশ ক্যাম্পকে অবগত করা হয়। এদিকে,বামন্দী পুলিশ ক্যাম্প সূত্র জানায়, নিখােঁজ ৩ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।