টপ নিউজ

গাংনীর ধানখোলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদ চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সাবেক সভাপতি সানোয়ার হোসেন শানুর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন এর চেয়ারম্যান আখেরুজ্জামান।

ধানখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন,বিদায়ী সচিব আব্দুল হামিদ,ইউপি সচিব মোহাম্মদ কাফি, এরশাদ আলী, রফিকুল ইসলাম প্রমূখ। পরে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির পক্ষ থেকে বিদায়ী ইউপি সচিব কে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।