বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ধানখোলা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

By মেহেরপুর নিউজ

January 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ জানুয়ারি: ভিক্ষুক পূনর্বাসনের মাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধানখোলা ইউনিয়ন প্রাঙ্গনে ভিক্ষুকমুক্ত ঘোষনা অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন ওই ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করেন। ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামানের সভাপতিত্বে ভিক্ষুকমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, গাংনীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম , রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, ইউপি সদস্য জাফর আলী, আওয়ামীলীগ নেতা আকতারুজ্জামান, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৫৩ জন ভিক্ষুককে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়াার উদ্দ্যেশে ভিজিডি কার্ড এবং ৫ জনকে একটি করে ছাগল প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। উন্নয়নশীল একটি দেশে ভিক্ষুক থাকতে পারে না। তাই সারাদেশে ভিক্ষুকদের পূনর্বাসনের মাধ্যমে দেশকে ভিক্ষুকমুক্ত করতে সরকারের প্রতিটি শাখা কাজ করে যাচ্ছে। তবে ওই ইউনিয়ন ভিক্ষুক সমিতির সভাপতি আবুল কাশের তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে এক কেজি করে চাল দিলি কি ভিক্ষি বন্ধ করা যাবে। তার সাথে তরকারী কে দিবে। চাল নিতে গিলে যে ভ্যান ভাড়া লাগবি তা কে দিবে। ভিক্ষি পেশা বন্ধ করতি হইলে ফকিরদের (ভিক্ষুক) যা যা লাগবি সব দিতি হবে।