মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগস্ট: গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সাত্তার(৫৩) কে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি নিজ বাড়ি থেকে আটক করে গাংনী থানায় নিয়ে আসে। গাংনী থানার ওসি জানিয়েছেন,আটক আমিরের বিরুদ্ধে হরতালের দিন নাশকতা সৃষ্টির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি ১৩ আগস্ট গাংনীর গাড়াডোব বাজারে পুলিশ-জামাত শিবিরের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এজাহারভূক্ত আসামী। আজ বিকেলে তাকে আদালতে হাজির করা হবে। এদিকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাংনী উপজেলা জামায়াতে ইসলাম।