বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর নওপাড়াতে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী

By মেহেরপুর নিউজ

December 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া গ্রামে গ্রামবাসিরা  একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে। বাড়ির মালিক মজিরুদ্দীন জানান,আজ শুক্রবার ভোর রাতে নওপাড়া গ্রামের মাজুর উদ্দীনের ছেলে মজিরুদ্দীনের বাড়িতে ভোর রাতের দিকে বাঘটি ঢুকে পড়ে। এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে বাঘটি আটক করে। সকালের দিকে স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে হত্যা করে বাড়ির পার্শে ঝূলিয়ে রেখেছে। তবে এখন পর্যন্ত বনবিভাগের কোন লোকজন সেখানে যায়নি।