বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

By Meherpur News

May 17, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন কর্মস্থলে যোগ দিয়েছেন। আনোয়ার হোসেন ৩৬ বিসিএস ব্যাচের সদস্য।

আনোয়ার হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এ চাকুরী জীবন শুরু করেন।

পরবর্তীতে টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর সর্বশেষ যশোর জেলা প্রশাসনের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার পর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন লাভ করেন।

মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর তিনি সকলের সহযোগিতা নিয়ে গাংনীতে কাজ করতে চান। এক কন্যা সন্তানের জনক আনোয়ার হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।