বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পল্লীতে পূর্ব শত্রুতার জের ।। ১৪টি লিচু গাছ কর্তন ।। ৫০ হাজার টাকার আম লুট

By মেহেরপুর নিউজ

May 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মে: মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াবাড়িয়া মাঠে আদর্শ ফল বাগানের ১৪ টি লিচু গাছ কর্তনসহ আনুমানিক ৫০ হাজার টাকার আম লুট করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বাগান মালিক ফারুখ হোসেন। বাগানের কেয়ার টেকার নাজমুল জানান, মঙ্গলবার বিকেলে ষোলটাকা গ্রামের কয়েকজন ছাত্র ওই বাগানে লিচু চুরি করলে তাদের অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হয়। এতে কয়েকজন ক্ষিপ্ত হয়ে কেয়ার টেকারকে হুমকি দেয়। আজ বুধবার সকালে বাগানে এসে দেখা যায় ১৪টি লিচু গাছ কেটে ফেলা ছাড়াও আনুমানিক ৫০ হাজার টাকার আম লুট কওে নিয়ে গেছে দূবৃত্তরা। আমবাগান মালিক ফারুখ জানান, এ ব্যাপারে শহড়াবাড়িয়া ও ষোলটাকা গ্রামের সমাজ পতিদেরকে জানালো হলে তারা বিষয়টি নিয়ে বসে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দেন।