বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পাকুড়িয়া গ্রামে কৃষক লীগের উদ্যােগে সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শন

By মেহেরপুর নিউজ

July 28, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে কৃষক লীগের উদ্যােগে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে ভিডিও চিত্র প্রদর্শন ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে ভিডিও চিত্র প্রদর্শন ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক,সাবেক ছাত্র নেতা মশিউর রহমান পলাশ,শ্রমিক লীগ নেতা আব্দুস সাত্তার ।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম,ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আনােয়ার হােসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যেই কৃষকলীগ নেতা ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন,সরকার যখন উন্নয়ন করে মানুষের ভাগ্য বদলে দিয়েছে। আর এ উন্নয়ন দেখে পাকিস্তানীর দােসররা নানা রকম ষড়যন্ত্রে ব্যস্ত হয়ে পড়েছে। কৃষকলীগ নেতা ওয়াসিম সাজ্জাদ লিখন আরাে বলেন,আওয়ামীগ নামধারী অনেক নেতা এখন প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার না করে। নিজে প্রার্থী হবাে এ নিয়ে প্রচারে মগ্ন হয়ে পড়েছেন।