বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পিআইও মনসুর রহমান বদলি

By Meherpur News

August 26, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-পরিচালক তাসনূভা নশিতারান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল গাংনী উপজেলা থেকে রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় বদলি করা হয়।

দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে আসছিল। গাংনীর বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং প্রভাব খাটিয়ে প্রকল্প অনুমোদনের অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। এ বিষয়ে দৈনিক আমাদের সূর্যোদয়সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়।