মেহেরপুর নিউজ,১৭ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনীর পুলিশ কনেষ্টবল আলাউদ্দীন হত্যা মামলার প্রধান আসামী আনিছুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা মশান গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন রাত ১২ টার দিকে প্রেস ব্রিফিং এ জানান,মিরপুর উপজেলার বলিদাপাড়ার কালু মিয়ার ছেলে পুলিশ কনেষ্টবল আলাউদ্দীন হত্যা মামলার প্রধান আসামী মশান এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী পুলিশ সুপার সার্কেল মুস্তাফিজুর রহমান ও গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন। গত ২৪ জুলাই রাত ১০ টার দিকে কাজিপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাসের সাথে ছেচড়িয়ে মারা যায় কনষ্টেবল আলাউদ্দীন। এঘটনায় পীরতলা পুলিশ ক্যম্প ইনচার্জ এএসআই সুবীর রায় বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেণ। যার নং ২০ ,তাং ২৫.০৭.১৫ ইং।