নির্বাচন

গাংনীর পৌর নির্বাচন উপলক্ষে শিপু’র গণসংযোগ

By মেহেরপুর নিউজ

December 05, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌর নির্বাচন উপলক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারী শাহিদুজ্জামান শিপু আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন।

শনিবার বেলা ১১টার দিকে গাংনী উত্তরপাড়াস্থ নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু করে গাংনী বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেন তিনি। গণসংযোগের এক পর্যায়ে গাংনী বাসস্ট্যান্ডে আমিরুল মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দলকে এগিয়ে নিতে হবে। নৌকার কান্ডারী যিনি হবেন তাকে অবশ্যই অবশ্যই সৎ এবং দলের প্রতি আত্মত্যাগকারী হতে হবে।

এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক, শেখ রাসেল ক্লাবের সভাপতি আমিরুল ইসলামসহ এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।