বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বাঁশবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে হরিরামপুর সীমান্ত ক্লাব

By Meherpur News

August 18, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাব সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার বিকেলে বাঁশবাড়িয়া মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় তারা পোড়াদাহ একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে হরিরামপুর সীমান্ত ক্লাব নির্ভুল শটের মাধ্যমে ৪-৩ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উঠতে সক্ষম হয়।