মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ফেব্রুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ি সাহেবনগর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সুজন (২৫)কে ৪ বোতল ফেন্সিডিল ও ২০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। রোববার বিকেলে গাংনী থানা পুলিশের একটি টীম গাংনীর বাঁশবাড়িয়া বাজারে একটি মুদি দোকান থেকে তাকে আটক করে। এ ছাড়াও তার দোকানে ফেন্সিডিলের ৮টি খালি বোতলও উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত সুজন দির্ঘদিন যাবত তার বাঁশবাড়িয়া বাজারের মুদি দোকানে বসে মাদক ব্যবসা করতো। তার কাছে ফেন্সিডিল আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল ও ২০গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। অপর একটি সুত্র জানায়, সুজন গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। মোয়াজ্জেম হোসেন মারা যাবার পর তার স্ত্রী বাশবাড়িয়া গ্রামের জনৈক হামিদের সাথে বিয়ে করলে সুজন তার মায়ের সাথে বাশবাড়িয়ায় চলে আসে। সম্প্রতি সে মুদি দোকানে অন্যান্য মালামালের পাশাপাশি গোপনে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।