বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বাওটে ২য় শ্রেণীর মেধাবী ছাত্রকে অপহরণ করে হত্যা ।। অপহরণকারীর বিচারের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 11, 2015

মেহেরপুর নিউজ, ১১ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে সাব্বির আহমেদ অন্তর (০৭) নামের এক মেধাবী স্কুল ছাত্র কে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সাব্বির আহমেদ অন্তর একই গ্রামের সৌদি প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে এবং সে বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল। এদিকে এঘটনার পরপরই স্থানীয়রা অপহরণকারী সবুজের বাড়ি ঘরে অগ্নিসংরযাগ করে এবং শুক্রবার সকালে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে গ্রামের শতশত মানুষ রাস্তার দুপাশে দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। মানববন্ধনে স্খানীয় আওয়ামীলীগ নেতা হাসেম আলী, সাবেক ইউপি সদস্য নিয়ামত আলী, শহিদুল ইসলাম, সাহাবুল ইসলাম সহ গ্রামের শতশত মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে ৩৬ ঘন্টার মধ্যে অভিযুক্ত সবুজকে কে গ্রেফতারের জন্য আল্টিমেটাম দেয়া হয়। এর মধ্যে তাকে গ্রেফতারে ব্যর্থ হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।

স্থানীয়রা ও নিহত অন্তরের চাচা জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলার প্রস্তাব দিয়ে একই পাড়ার গোলাম মোস্তফার ছেলে সবুজ হোসেন (১৮) তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পর থেকে অন্তর বাড়িতে না ফেরায় পরে অনেক খোজাখুজি করে না পেয়ে তার সন্ধানে এলাকাই মাইকিং করা হয়। পরে রাত ৯টার দিকে স্থানীয় বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার পা বাঁধা ছিল এবং তাকে বস্তাবন্দি করে রাখা হয়েছিল। অন্তরের প্রতিবেশি মানিক আহমেদ বলেন, উদ্ধার পর অন্তর জীবিত রয়েছে ভেবে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয়রা আরও জানান, সবুজকে বেশ কিছুদিন আগে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক করেছিলো পুলিশ। কিছুদিন আগে সে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে। স্থানীয়রা বলেন, অপহরণকারী সবুজ এলাকার চিহিৃত চাঁদাবাজ। মোটা অংকের মুক্তিপণ আদায় করার লক্ষ্যে অন্তরকে অপহরণ করলেও তাকে এলাকা দুরে কোথায় নিয়ে যেতে না পেরে বা মুক্তিপণ আদায় করতে না পারায় ক্ষুব্ধ হয়ে অন্তরকে হত্যা করতে পারে বলে ধারনা করছেন এলাকাবসী। নিহতের চাচা জিয়াউর রহমান আরো বলেন, অন্তরকে অপহরণ করে পরিবারের কাছে কোনো মুক্তিপণও চাওয়া হয়নি বা কেউ মোবাইল ফোনে যোগাযোগও করেনি বলে তিনি জানান। বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, সাব্বির আহমেদ অন্তর মেধাবী ছাত্র ছিল। ক্লাসে তার রোল ছিল ৫। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক ও সহপাঠিরা শোকাহত। তাকে হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার স্কুলের পরীক্ষা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, অপহরণকারী সবুজ হোসেন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। তার নামে গাংনী থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনার পর থেকে স্বপরিবারে পালাতক রয়েছেন সবুজ। তাকে গ্রেফতার করার জন্য গাংনী উপজেলাসহ আশেপাশের জেলার বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, শুক্রবার দুপুরে শিশু অন্তরের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।