টপ নিউজ

গাংনীর বাওট গ্রামে বৈঠক চলাকালীন সময়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩

By মেহেরপুর নিউজ

April 08, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে গোরস্থানের আয়-ব্যয়ের হিসাব নিকাশকে কেন্দ্র করে বৈঠক চলাকালীন সময়ে দু’পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৩জন আহত হয়েছেন।

আহতরা হলেন- বাওট গ্রামের আবু বক্করের ছেলে দুলাল হোসেন (৫২), মৃত ছহির উদ্দীনের ছেলে মিল্লাল হোসেন (৫৫) ও মিন্টু মিয়া (৩২)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাওট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মটমুড়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বর) ও বাওট গ্রামের বাসিন্দা সাহাবুদ্দীন এবং একই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বর নিয়ামত আলীর মধ্যে বাওট গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের আয়-ব্যয়ের হিসাব নিকাশের নিয়ে মনােমালিন্য চলছিল৷ বৃহস্পতিবার বিকেলে গােরস্থানের হিসাব-নিকাশ করার লক্ষে বাওট কেন্দ্রীয় গোরস্থান ময়দানে বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন সময়ে দু’পক্ষের লােকজনদের মধ্য বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে বৈঠক ভেঙ্গে যায়। এর কিছুক্ষণ পর বাওট বাজারে দু’পক্ষের মধ্য সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৩জন আহত হয়। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য নিয়ামত আলী অভিযােগ করে সাংবাদিকদের জানান,বাওট গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি আনোয়ারুল ইসলাম গত ২ বছর আগে কমিটি ভেঙ্গে দেন। এরপর থেকে সাহাবুদ্দীন মেম্বরের লোকজন গােরস্থানের অর্থ টাকা-পয়সা নিয়ে অনিয়ম করে আসছিল। তাই আমরা প্রতিবাদ জানাতে গেলে,মারামারি হয়। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য সাহাবুদ্দীন সাংবাদিকদের অভিযােগ করে বলেন, গোরস্থানের আয়-ব্যয় বুঝিয়ে দেওয়ার জন্য মাইকিং করে গ্রামের সকল লোকজনকে একত্রিত করি। এ সময় কয়েকজন পিছন থেকে আজে বাজে কথা বলতে শুরু করে।

সাবেক ইউপি সদস্য নিয়ামত আলীর নেতৃত্বে তার লােকজন আমার লােকজনের উপর হামলা চালায়। হামলায় দুলাল হোসেনসহ কয়েক আহত হয়। দুলালকে উদ্ধার করে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়া হয়। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এবং পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।