মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: মেহেরপুরের গাংনীর বামন্দি বাজারের সুমন মোবাইল সেন্টার থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাবার সময় ৩ ছিনতাইকারীকে একটি প্রাইভেট কারসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ সোমবার দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতদেরকে গাংনী থানায় নেয়া হয়েছে। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপালগঞ্জের দিগনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাগর (৩৫), মাদারীপুরের শংকর নগর গ্রামের সামাদ শেখের ছেলে শহীদ শেখ (৪০) ও রাজৈর উপজেলা শহরের আবুল কালামের ছেলে বিল্লাল (৩৬) একটি প্রাইভেট কার ( যার নং- ঢাকা মেট্রো গ- ১৫-২৫৪২) যোগে বামন্দি বাজারে সুমন মোবাইল সেন্টারে আসেন বিকাশ করার জন্য। সেখানে ৪৫ হাজার টাকা বিকাশ করার পরপরই তারা ফিরে এসে জানান টাকার পরিমান বেশী তাই টাকাগুলো গননা করতে হবে। সুমন মোবাইল সেন্টারের সত্বাধিকারী সুমন টাকাগুলো গননা করতে দিলে তারা টাকার বান্ডিল পরিবর্তন করে ১৫ হাজার টাকা দেয়। এসময় টের পেয়ে ওই ৩ জনকে চার্জ করলে তারা ৬০ হাজার টাকা নিয়েই প্রাইভেট কার যোগে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে দেয়। পুলিশ আটককৃতদেরকে উদ্ধারকৃত টাকা ও প্রাইভেট কারসহ মেহেরপুর আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।