খুলনা বিভাগ

গাংনীর বামন্দীতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

By Enayet Akram

October 03, 2019

গাংনী অফিস, ০৩ অক্টোবর:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে দুর্গাদেবীর বোধন অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এ বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার বন্দনায় পূজা করা হয়। মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সন্ধ্যায় এ বন্দনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় আদিবাসি দূর্গা মন্দীর কমিটির আয়োজনে বামন্দী তহবাজার এলাকায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।  মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা  উদ্বোধন করা হয়।

বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমলের সঞ্চালনায় ও মন্দীরের সভাপতি হরেন্দ্র সিংহ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি মাষ্টার, গাংনী পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অশোক চন্দ্র বিশ্বাস, বামন্দী বাজার কমিটির সভাপতি আঃ আওয়াল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সকলে মিলে মিশে এ উৎসবকে প্রাণবন্ত ও সফল করতে হবে।ডাঃ অশোক চন্দ্র বিশ্বাস আদিবাসি পূজা মন্দীরের সভাপতি হরেন্দ্র সিংহ বাবুর হাতে নগদ ৩ হাজার টাকা অনুদান প্রদান করেন।