বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বামন্দীতে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 20, 2018

মেহেরপুর নিউজ, ২০ জুন: মেহেরপুরের গাংনীর বামন্দীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা তথ্যে অফিসের আয়োজনে বামন্দী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আরজু, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডাঃ সিয়াম আহম্মেদ। কর্মশালায় শিশু ও নারীর উন্নয়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান সহ প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি প্রদানের মধ্যে দিয়ে আর্থ সামাজিক কর্মকান্ডের মূলধারায় পূণ ও সম-অংশ গ্রহন নিশ্চিতকরা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোক পাত করা হয়। জেলা তথ্যে অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।