বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বেতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে উত্তেজনা :: কমিটি গঠন স্থগিত

By মেহেরপুর নিউজ

April 08, 2017

মেহেরপুর নিউজ, ০৮ এপ্রিল: মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া মাঠপাড়া নব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন করে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ১১ টা সময় বিদ্যালয় চত্তরে ম্যানিজিং কমিটির ৪ জন সদস্য নির্বাচিত করা কে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। পরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দু পক্ষ কে সরিয়ে দিলে সাময়িক ভাবে উত্তেজনার অবসান হয়। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আবারো উত্তেজনা বিরাজ করে।বেতবাড়িয়া মাঠপাড়া নব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাশার হোসেন জানান,বিদ্যালয় পরিচালনা পর্ষদের ৪ জন সদস্য নির্বাচিত করার লক্ষে স্থানীয়দের নিয়ে আলোচনা শুরু করা হলে মকবুল হোসেন ও নওশাদ আলী পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়ে কমিটি গঠন স্থগিত হয়ে যায়। মকবুল হোসেন জানান,নওশাদ আলীর পক্ষের সমর্থক সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন সহ তার লোকজন মাঠপাড়া এলাকায় কোন সদস্য দেয়া হবেনা বললে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান নেয়। তিনি আরো জানান,বিদ্যালয় টি মাঠ পাড়ায় অবস্থিত। মাঠপাড়ার ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। কিন্তু ক্ষমতার দাপটে কোন অভিভাবক সদস্য দিতে চাইনী তারা একারনে উত্তেজনার সৃষ্টি হয়। নওশাদ আলীর পক্ষের সমর্থক সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন বলেন কমিটি গঠন নিয়ে উত্তজনা সৃষ্টি হলে আমার লোকজন কে নিয়ে চলে আসি। এর বাইরে কোন ঘটনা ঘটেনী। ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সাহাবুদ্দীন জানান,কমিটি গঠন কে কেন্দ্র করে উভয় পক্ষ লাঠিশোঠা নিয়ে দুই প্রান্তে অবস্থান নেয়। পরে পুলিশ উভয় পক্ষ কে শান্ত করলে এলাকা ত্যাগ করে তারা। ঘটনাস্থলে পুলিশ না থাকলে উভয় পক্ষের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটতো। ভোটের মাধ্যমে কমিটি গঠন না করে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করতে গেলেন কেন এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বাশার হোসেন বলেন, ভোটরে মাধ্যমে কমিটি গঠন করার নিয়ম নেই তাই আলোচনা করে কমিটি গঠন করার চেষ্টা করা হয়েছিল। স্থানীয়রা জানান,প্রধান শিক্ষক বাশার হোসেন একটি পক্ষ কে সুবিধা দিতে ভোট গ্রহন না করে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করার পায়তারা করেছিলেন।