শিক্ষা ও সংস্কৃতি

গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষক অবরুদ্ধ

By মেহেরপুর নিউজ

March 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বুধবার দুপুরে অবরুদ্ধ করে রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা।ফলে প্রায় ৩ শতাধীক ছাত্রছাত্রীদের ক্লাস নেয়া বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ে অবৈধ ভাবে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তাকে অবরুদ্ধ করা হয়। পরে দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলীর মধ্যস্থতায় মুচলেকা দিয়ে মুক্ত হন প্রধান শিক্ষক। ম্যানেজিং কমিটির সদস্য আলীহিম হোসেন জানান, বিদ্যালয়ের একজন বায়োলজি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয় মাস দুয়েক আগে। এরই মাঝে প্রধান শিক্ষক মনিরুল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান হাসান এক প্রার্থীর কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহন করে ভাগা ভাগি করে নেন। গোপনে গোপনে টাকা নিয়ে ভূয়া রেজুলেশন করে শিক্ষক নিয়োগের বিষয়টি গ্রামবাসি ও কমিটির অন্যান্যরা জেনে গেলে ফুসে উঠে কমিটির লোকজন। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে কমিটির লোকজন প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি। রেজুলেশন খাতাটিও দেখাতে ব্যার্থ হয়ে সভাপতি সাহেবের কাছে আছে বলে জানালে গ্রামবাসিরা তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে বিকাল ৪টার দিকে সংবাদ পেয়ে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী ঘটনাস্থলে গিয়ে জনগনকে শান্ত করেন ও কোন অবৈধ নিয়োগ হবে না বলে মুচলেকা প্রদান করে মুক্ত হন। তবে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, ম্যানেজিং কমিটির লোকজন শিক্ষক নিয়োগ নিয়ে অর্থ বাণিজ্য করেছে। সেই টাকা ভাগাভাগি নিয়ে সভাপতি সাহেবের সাথে অন্যান্য সদস্যদের দ্বন্দ দেখা দিলে সভাপতি নিজেই রেজুলেশন খাতাটি নিয়ে যান।এতে আমার কোন হাত নেই। একই কথা জানালেন বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান হাসান। তিনি আরো জানান, কারো প্ররোচনায় নয়, প্রকৃত নিয়মে ও স্বচ্ছ ভাবেই শিক্ষক নিয়োগ দেয়া হবে।