বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােমানুলের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 07, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােমানুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসানুজ্জামান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দীনের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সমাজ সেবক আলী আজগর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার আ ক ম ইসমাইল,মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক খান,ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক রােমানুল হক। এসময় বক্তব্য রাখেন গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপন,গাংনী সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক বায়েজিদ বােস্তামী,হাড়িয়াদহ-মহিষাখােলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনিসুর রহমান মিয়া,ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুল হক,সমাজ সেবক ফেরদৌস রহমান।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজ্জেল হােসেন,তানভির আহমেদ, ফয়সাল আহমেদ অপু ও ফারদিন ইসলাম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণীর তানভির আহমেদ, সূচনা উর্মি ও ফারহানা খাতুন,নবম শ্রেণীর আশিক আলী ও আয়েশা খাতুন,অষ্টম শ্রেণীর আয়েম শেখ ও মায়া আফরিন নির্জনা,সপ্তম শ্রেণীর সাদিয়া আফরােজ ও ফারজানা ইয়াসমিন মাইশা,ষষ্ঠ শ্রেণীর আল মােমিন ও রেজােয়ানা আফরােজ রুবা। অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলী পাঠ করে দশম শ্রেণীর ছাত্রী নাজমিন আক্তার। এসময় অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন শানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক আজাদ, ধানখােলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান রােকনুজ্জামান মােকাদ্দেস,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মিজানুর রহমান,সমাজ সেবক ইব্রাহিম খলিলুল্লাহ, সমাজ সেবক গােলাম হােসেন বিশ্বাস,ডাক্তার মাে : শহিদুল্লাহ,কসবা কওমী মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি বিল্লাল হোসেন,সমাজ সেবক নজরুল ইসলাম, আকরাম হােসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষক রােমানুল হক অনুষ্ঠানস্থলে পৌঁছালে,তাকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফুল ছিটিয়ে অনুষ্ঠানে স্বাগত জানায়। অনুষ্ঠানের সবশেষে বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থী বিদায়ী প্রধান শিক্ষক রােমানুল হক উপহার সামগ্রী প্রদান করেন। সেই সাথে মােটরসাইকেল শােভাযাত্রা সহকারে বিদায়ী শিক্ষককে তার গাংনীস্থ বাড়িতে রেখে আসা হয়। উল্লেখ্য,রােমানুল হক ২০০৯ সালের ১৭ মার্চ ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের যােগদান করেছিলেন। দীর্ঘ বছর এ বিদ্যালয়টিতে তিনি শিক্ষকতা করে শিক্ষার্থীসহ এ এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান শিক্ষক রােমানুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কেঁদে ফেলেন।